বঙ্গবার্তা ব্যুরো: সইফ আলি খানের উপর হামলাকারী আদতে বাংলাদেশি বলে জানিয়ে দিল মুম্বই পুলিশ। ধৃতের নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। বারবার নাম ভাঁড়িয়ে পুলিশের চোখে ধুলো দিচ্ছিল সে।মাস পাঁচেক আগেই সে ভারতে ঢোকে বলে পুলিশের সন্দেহ।ভারতীয় নাগরিকত্বের কোনও বৈধ পরিচয়পত্র দেখাতেই পারেনি অভিযুক্ত। চুরির উদ্দেশ্যে বলিউড তারকার বাড়িতে সে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। জেরায় সইফকে ছুরির কোপ মারার কথা অভিযুক্ত স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করার জন্য ৩০টি দল গঠন করেছিল।যেখানে সাইফ আলি খান, তার স্ত্রী এবং অভিনেত্রী কারিনা কাপুর খান এবং তাদের ছেলেরা থাকেন বান্দ্রার সেই ভবনের সিসিটিভি ফুটেজ স্ক্যান করে পুলিশ।হামলার পর সন্দেহভাজন ব্যক্তি ভবন ছেড়ে চলে যেতে দেখে পুলিশ। এরপর পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার জন্য শহর জুড়ে কয়েক ঘন্টার ফুটেজ স্ক্যান করে। তারা আন্ধেরির ডিএন নগরে একটি সিসিটিভি ক্যামেরায় একটি ফুটেজ খুঁজে পায়। তারা সন্দেহভাজন ব্যক্তিকে বাইক থেকে নামতে দেখে এবং তার নম্বর ব্যবহার করে দুই চাকার গাড়িটি খুঁজে বের করে। রবিবার সকালে সাংবাদিক বৈঠকে ধৃত সম্পর্কে নানা তথ্য জানিয়েছে বান্দ্রার পুলিশ।
এদিন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার গেদম দীক্ষিত বলেন, “ধৃতের নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে তদন্তে উঠে এসেছে। তার কাছে কোনও ভারতীয় পরিচয়পত্র নেই। আমাদের সন্দেহ যে সে বাংলাদেশি নাগরিক। তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা করা হচ্ছে।”
এদিকে, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ আলি খান।দ্রুত সুস্থ হয়ে উঠছেন তারকা,২ থেকে ৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।আপাতত হাঁটতেও পারছেন তিনি।
সইফ আলি খানের হামলাকারী বাংলাদেশি, জানাল মুম্বই পুলিশ
