বাংলাদেশ নিয়ে কেন্দ্রের নীতিকে মান্যতা তৃণমূলনেত্রীর, তবে আক্রমন হলে মুখে ললিপপ দিয়ে থাকবো না : মমতা

বাংলাদেশ নিয়ে কেন্দ্রের নীতিকে মান্যতা তৃণমূলনেত্রীর, তবে আক্রমন হলে মুখে ললিপপ দিয়ে থাকবো না মমতা

জ্যোতির্ময় দত্ত : কলকাতা : বাংলাদেশ সংখ্যালঘু নিপীড়নের বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতিকে মান্যতা দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বিধানসভায় বক্তৃতায় তৃণমূল নেত্রী বলেন বাংলাদেশ ইস্যুতে দেশের বিদেশনীতির সিদ্ধান্তে তারা একমত। এই ব্যাপারে দেশের বক্তব্যই তাদের বক্তব্য। ভারতের বিদেশের সচিবের বাংলাদেশ সফরের সফলতা কামনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা চাই সব দেশের সুসম্পর্ক ফিরে আসুক, শান্তি ফিরুক।পাশপাশি সকল রাজনৈতিক দলগুলোর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে রাজনীতি করবেন না। এমন মন্তব্য থেকে বিরত থাকার আবেদন যাতে দুই বাংলায় দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি না হয়। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাংলাদেশের অনেক দরিদ্র মানুষ এই দেশে আসতে চাইছেন। কিন্তু এই বিষয় দেশের একটা নির্দিষ্ট নীতি নীতি আছে। তার বাইরে গিয়ে তারা কিছু করবেন না। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে তাই এই রাজ্য মেনে চলবে।
এছাড়াও বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার হুমকির জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য এই দেশ সহনশীলতায় বিশ্বাসী। তবে বাংলা বিহার উড়িষ্যার দিকে নজর দিলে তারাও হাতে হাত দিয়ে বসে থাকবেন না।
কিছু কিছু রাজনৈতিক দল ইচ্ছেকৃত ভাবে ফেক ভিডিও ছড়িয়ে রাজনীতি করতে উদ্যোগী বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ধর্ম নিরপেক্ষতা এই রাজ্যের স্তম্ভ। সকল ধর্মের মানুষ একযোগে বাংলাদেশের ইস্যুতে প্রতিবাদ করেছে।যা এই রাজ্যেই সম্ভব।
আমি রাস্তায় নামছি না। কারণ অনেকে এইটা নিয়ে রাজনীতি করবে। আমরা এর পক্ষে বা তার পক্ষে নয়। আমরা সকলের পক্ষে। শান্তির পক্ষে।আমরা যেন অন্য কোনও উস্কানিতে পা না দিই বাংলাদেশে অত্যাচার চলছে আমরা ভালো ভাবে দেখছি না। মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে। দাঙ্গা করে দুষ্কৃতীরা। এমন কোনও মন্তব্য যেন না করি, যার প্রভাব যেন এখানে না পড়ে। সকলকে অভিনন্দন জানাচ্ছি। সকলে নিজের মতো করে প্রতিবাদ করছে। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই। একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে, একটা বোনের গায়েও সে রক্ত আছে। কয়েকটা মিডিয়া যা করছে তা যথাযথ নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করব। কিন্তু আবেদন করছি যথাযথ থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে। রাজনীতি করবেন না। ওখানে আমাদের যারা বন্ধু আছে তাদের ক্ষতি হবে।

অনেকে এখানে আসতে চাইছে ওপার থেকে। কিন্তু সেটা দেখছে বিএসএফ। আমরা এই নিয়ে মন্তব্য করব না। সীমান্ত কিন্তু আমাদের দেখার বিষয় নয়। সবাইকে অনুরোধ করব, এমন প্ররোচনামূলক কথা কেউ বলবেন না। বিদেশসচিব গিয়েছেন। আমরা তাদের মিটিংয়ের ওপর নির্ভরশীল। আসুন আমরা দেখিয়ে দিই, এপার বাংলা দেখিয়ে দিক জাতীয়তাবোধ, মমত্ববোধ, স্নেহবোধ। কেউ বিচ্ছিন্ন করতে আসলে প্রতিরোধ গড়ুন। যারা বলছে দখল করবে, তাদের বলব সুস্থ থাকুন, ভালো থাকুন আপনারা বলবেন দখল করবেন, আর আমরা বসে ললিপপ খাব এটা ভাববেন না। আমরা অখন্ড ভারতবর্ষের, সকলের অখন্ড। বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নেই।